নিরপরাধদের মুক্তিসহ তিন দাবিতে বিডিআর স্বজনদের মানববন্ধন

- আপডেট সময় : ০৯:৪৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
৩ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছেন সুনামগঞ্জের ভুক্তভোগী বিজিবি সদস্য ও পরিবারের সদস্যরা।
রবিবার (১২) জানুয়ারি বেলা সাড়ে ১১ টায় জেলা শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধনে মিলিত হন ভুক্তভোগী বিজিবি ও পরিবারের সদস্যবৃন্দ।
মানববন্ধনে বিজিবি সদস্যদের প্লেকার্ড নিয়ে সরব উপস্থিতি মানুষকে ব্যথিত করেছে।
বিডিআর কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক ফরিদ আহমেদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সিপাহি আব্দুল কাদির, বশির আহমেদ, শরীফ আহমেদ, আব্দুল মান্নান, বিজিবি সদস্যের সন্তান ফজলে রাব্বি প্রমুখ।
৩ দফা দাবি সমুহ নিম্নরূপ-
প্রথমত, পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে দ্রত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ ও খালাসপ্রাপ্ত তাদের মুক্তির দাবি।
দ্বিতীয়ত, প্রহসনের ১৮ টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে অন্যায়ভাবে যাদের চাকুরীচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল সুযোগ- সুবিধা সহ পুনরায় চাকুরীতে পুনর্বহাল বা যোগদান করাতে হবে।
তৃতীয়ত, তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপন উল্লেখিত ২ এর( ঙ) ধারা বাদ দিতে হবে।
এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জানান, ‘তৎকালীন সরকার সংবিধান বহির্ভূত প্রজ্ঞাপন দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে পিলখানার ভিতরে এবং পিলখানার বাইরের ইউনিট সমূহের নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিচ্যুত করে।
তারা নিরপরাধ সদস্যদের মুক্তি, তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্বিঘ্নে কাজ করার স্বার্থে প্রজ্ঞাপনের ২/ঙ ধারা বাদ এবং সকল চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানান।