বালু নয়, মাটি দিয়েই চলছে দোয়ারাবাজারের খাসিয়ামারা ফসল রক্ষা বাঁধের কাজ

- আপডেট সময় : ১২:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
বালু নয়,মাটি দিয়েই চলছে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা ১৪ নাম্বার পিআইসির ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ।
এই বাঁধ নির্মানে অভিযোগ উঠেছিলো মাটির পরিবর্তে বালু দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণের, এনিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে।
এর প্রেক্ষিতে (১৩ জানুয়ারি) সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলা (পাউবো) উপসহকারী প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপসহকারী প্রকৌশলী রায়হান মিয়া ও মনিটরিং কমিটির সাংবাদিক প্রতিনিধি মামুন মুন্সিসহ উপকারভোগী স্থানীয় সাধারণ কৃষক বাঁধের কাজ পরিদর্শন করে৷
পরিদর্শন শেষে পাউবো কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি ও উপকারভোগী কৃষক সমাজ সাংবাদিকদের জানান, সবার
উপস্থিতিতে বালু নয় মাটি দিয়ে বাঁধ নির্মাণ কাজ শেষ করা হচ্ছে। এবং স্থানীয় ১শত ১৩ জন কৃষকের গণস্বাক্ষর করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তারা জানান ফসল রক্ষা বাঁধ পরিপূর্ণ ভাবেই নির্মাণ করা হচ্ছে।
লক্ষিপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের স্থানীয় কৃষক আব্দুল মান্নান বলেন, আমাদের এলাকায় ৭০ শতাংশ বালু মাটি তাই বাঁধ নির্মাণে কিছু বালু মাটি ব্যবহার করা হয়েছিল কিন্তু আজকে পাউবো কর্মকর্তার উপস্থিতিতে সেই বালু সরিয়ে ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।
কৃষক শাহ আলম জানান, মাটি দিয়েই বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং এই মাটির চাইতে ভাল মাটি আর নাই বিগত দিনে এমন ভাল কাজ হয়নি।
দোয়ারাবাজার উপজেলা (পাউবো) কর্মকর্তা রায়হান ইসলাম জানান, বক্তারপুরে ১৪ নাম্বার পিআইসিতে বালু মিশ্রিত মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছিল অভিযোগ পেয়ে সেখানে গিয়ে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ নির্মান করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সবার উপস্থিতিতে মাটি দিয়ে বাঁধ সংস্করণ করা হচ্ছে।
এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, আমরা অভিযোগ পেয়েছিলাম অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে পাউবো কর্মকর্তা, মনিটরিং বোর্ডের সদস্য ও উপকারভোগী কৃষকের উপস্থিতিতে মাটি দিয়ে বাঁধ নির্মাণ কাজ করানো হচ্ছে।