শান্তিগঞ্জে নিরাপদ অভিবাসন সচেতনতামূলক পটগান প্রদর্শনী

- আপডেট সময় : ০৩:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জের পাথারিয়ায়
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত।
সোমবার (১৩ই জানুয়ারি) ইউনিয়নের গনিগঞ্জে বিকাল ২ঘটিকায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ব্র্যাকএ বাস্তবায়নাধীন ‘ইম্পুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদশী রিটার্নি মাইগ্রেন্টস’ প্রত্যাশা- ২ প্রকল্পের অধীনে রুপান্তরের পরিবেশনায় এ পটগান অনুষ্ঠিত হয়।
পটগান পরিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হাওয়ারুন বেগম। এসময় ব্র্যাক মাইগ্রেশনের শান্তিগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার স্বপ্না বেগম, শান্তিগঞ্জ শিমুলবাক ইউনিয়নের ওয়ার্ড সদস্য মাহবুব তালুকদার, পাথারিয়া ৫,৬,৭ নং ওয়ার্ডের মহিলা সদস্য রাহেলা বেগম,৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা সদস্য রাজু মালা,মুকব্বির মিয়া,ময়না মিয়া,নুর হুসেন স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা সহ প্রবাস ফেরত ব্যক্তি বর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
পটগানের শেষে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন ২জন। তাদের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।