সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০১:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা আমীর অধ্যাপক মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ -৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামসউদদীন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জামায়াত জন্মলগ্ন থেকে সাধ্যমতো মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াত মানুষের সম্পদ লুটপাট, রাষ্ট্রীয় সম্পদ তছরুপ কিংবা ভিনদেশে পাচার করে নি।
তিনি বলেন বিগত ৫৪ বছর এদেশের মানুষ জামায়াতকে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেছে। জামায়াত তার আদর্শ দিয়ে সাধারণ জনগণের মন জয় করেছে। এখন মানুষ জামায়াতকে নিয়ে স্বপ্ন দেখছে। আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ রুহুল আমীন, জামাল উদ্দিন, ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।