সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

আমিনুর রহমান পরান, শহর প্রতিনিধি
- আপডেট সময় : ০২:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুনামগঞ্জ সরকারি কলেজে ২ দিনব্যাপী নববর্ষের প্রকাশনা উৎসব শুরু হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা আয়োজিত উৎসবটি ১৫ ডিসেম্বর (বুধবার) সকাল ১০ ঘটিকায় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি সুমেল আহমদ।
প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, জেলা এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা সেক্রেটারী রাসেদুল হক জিসান, শান্তিগঞ্জ শাখার সেক্রেটারী মুহাম্মদ নূর-নবি প্রমুখ।
কলেজে শিক্ষার্থীদের এই উৎবে অধিক আগ্রহে অংশগ্রহণ করতে দেখা যায়।