পৌর জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠকে এডভোকেট মুহাম্মদ শামসউদদীন
জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে

- আপডেট সময় : ০১:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন বলেছেন, মহান আল্লাহ আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে সেই দায়িত্বের কথা ভুলে যাই।
ফলে দুনিয়ায় অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বেড়ে যায়। সাম্য, শান্তির সমাজ প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই। এজন্য জামায়াত দায়িত্বশীলদেরকে জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।
তিনি শুক্রবার সকালে ইসলামিক সেন্টার মিলনায়তনে সুনামগঞ্জ পৌর জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষাবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের প্রতিটা কাজ ইসলামের বিধান অনুযায়ীই পরিচালনা করতে হয়। অনেকই কুরআনের সাথে রাজনীতিসহ বিভিন্ন কাজের পার্থক্য করেন। একজন মুসলমানকে কুরআন ও হাদিসের আলোকে তার নিজের, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের প্রত্যেকটি কাজ করতে হবে। আল্লাহর রাসুল (সা) জীবদ্দশায় এর দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

পৌর আমীর আব্দুস সাত্তার মোঃ মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পেশ করেন অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক, বায়তুল সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান, মোঃ আব্দুল মান্নান প্রমুখ।