সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় মূর্তি চুরির ঘটনায় গ্রেপ্তার ১

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১২:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / 134
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের শ্রী শ্রী সর্বজনীন কালীমন্দিরের পেছনের সড়ক থেকে শনিবার রাত ১০টার দিকে সৌরভ মিয়া (২৬) নামের এক চোরকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার সদর ইউনিয়নের শ্রী শ্রী সর্বজনীন কালীমন্দিরের ভেতর থেকে পাঁচ কেজি ওজনের একটি পিতলের কালী মূর্তি চুরির ঘটনায় গত বছরের ৬নভেম্বর রাতে থানায় একটি মামলা হয়।
এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রামের সৌরভ মিয়াকে শনিবার রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।