বসত বাড়ির জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আহত ৯

- আপডেট সময় : ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর
গ্রামে বসতবাড়ির জায়গার দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে।
সোমবার(২০জানুয়ারি ) বিকালে উপজেলার শ্রীনাথপুর গ্রামের খালেদ সাইফুল্লাহ ও ইন্তাজ আলীর লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলো— শ্রীনাথ পুর গ্রামের খালেদ সাইফুল্লাহ (২৮) পিতাঃআকমল হোসেন,কুতুব উদ্দিন (৫০) পিতা-মৃত আমির হোসেন, আজির উদ্দিন (৪৫) পিতা-সামছুল হোসেন,মকদুদ আলী(৫৬)পিতা আরজ আলী, ইন্তাজ আলী(৫০) পিতা-মৃত জুনাইদ আলী,মাহিন(১৮) পিতা-ইন্তাজ আলী,মজনু(৩০)পিতা: এখলাছ মিয়া,ফয়ছল(৩২)পিতা- আব্দুল কাহার,বিলাশ মিয়া(২৫) পিতা-আব্দুস শহিদ।
পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার শ্রীনাথ পুর গ্রামে খালেদ সাইফুল্লাহ ও ইন্তাজ আলীর মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের লোকদের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়।
সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলেও সোমবার বিকালে বসতবাড়ির জায়গা দখলকে কেন্দ্র করে ফের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে যা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ৯জন আহত হয়। পরে খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এএসআই মো:আমির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, ‘দুই পক্ষের জায়গা নিয়ে বিরোধ রয়েছে। আজ বসতবাড়ির জায়গা দখল কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।