আত্মনির্ভরশীল দেশ গড়তে কৃষকদের ভূমিকা অপরিসীম- মোঃ আনিসুল হক

- আপডেট সময় : ০৬:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জেলা কৃষক দলের আহ্বায়ক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনিসুল হক বলেছেন, ‘প্রান্তিক কৃষকদের আগামীর অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফার পরিকল্পনা তুলে ধরেছেন। তারেক রহমানের দিকনির্দেশনার বাস্তবায়নের মাধ্যমে অচিরেই এই অবহেলিত জনপদকে আত্মনির্ভরশীল জনপদে পরিণত করা হবে। বাংলাদেশকে আত্মনির্ভরশীল করতে কৃষকদের ভূমিকা অপরিসীম।
তিনি মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তাহিরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক জনাব লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উত্তর শ্রীপুর ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড হতে আগত তৃণমূলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।