সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন
নৈতিক শিক্ষা ব্যতীত আদর্শবান মানুষ হওয়া সম্ভব নয়।

- আপডেট সময় : ০২:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন না করলে একজন শিক্ষার্থী কখনোই ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব নয়।
তিনি আরো বলেন, শুধু উচ্চশিক্ষা অর্জন করেই বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হওয়ার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষারও প্রয়োজন। তোমাদেরকে সেই নৈতিক শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পড়ালেখার পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন অপসংস্কৃতির কালো ছোঁয়া থেকে বাঁচতে সুস্থ সংস্কৃতি চর্চায় ব্রতী হতে হবে।
তিনি আজ সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষক আবু নোমান মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে এবং দশম শ্রেণির শিক্ষার্থী ফাহিম ফুয়াদ ও সাকিবের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ। পরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।