ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত
এবি পার্টির ১০২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা

- আপডেট সময় : ০২:১৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
৭ জন ভাইস চেয়ারম্যান, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সম্পাদকীয় পদ ও দায়িত্ব নির্ধারণ করে সর্বমোট ১০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। গত ১৯ জানুয়ারি দলের নির্বাচিত নির্বাহী পরিষদের ১ম সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
দলের অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান এর আগে নির্বাহী পরিষদে তিন জনকে মনোনয়ন দেন। তারা হলেন ব্যারিস্টার নুরুল গাফ্ফার (ইউকে), সিদ্দিকুর রহমান (চট্টগ্রাম) ও অ্যাডভোকেট সানোয়ার হোসেন (জামালপুর)।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। বর্তমান কমিটিতে পূর্বেকার দায়িত্বের বেশ কিছু রদবদল হয়েছে।
নতুন করে ৮ জন নেতাকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক এবং সাথে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরও ৮ জনকে যারা মূলত: ৮ টি বিভাগে সংগঠন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন।
জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নের জন্য একটি সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় পদে দুইজন নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে। এবারের কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি আগের চেয়ে বেড়েছে। দ
লের আভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটিতে আগেরমত এবারও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়াকে দায়িত্ব দেয়া হয়েছে।
তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে মূল সম্পাদকীয় পদে দায়িত্ব দেয়া হয়েছে যাতে তৃণমূলের নেতাদের মধ্যে যথেষ্ট উচ্ছাস ও উদ্দীপনা লক্ষ্যনীয়।
এর বাইরে নতুন ঘোষিত কমিটির অন্যতম বৈশিষ্ট্য হলো কমিটিতে বেশ কিছু বিভাগীয় দায়িত্ব অর্পন করা হয়েছে শ্যাডো কেবিনেটের আদলে। এজন্য শ্যাডো কার্যক্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দলের অন্যতম তরুণ নেতা ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানকে। তিনি পুরো বিষয়টি দেখভাল করবেন।
নতুন কমিটি ঘোষণা প্রসঙ্গে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন; প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত কমিটি শীঘ্রই কাজ শুরু করবে এবং দলে ব্যাপক গতিশীলতা তৈরী হবে বলে আমরা মনেকরি। গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালিত হলে শুরু থেকেই একটা সুশৃঙ্খল ঐতিহ্য দলে তৈরী হবার ব্যপারে তারা দু’জনই দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন।
(বি:দ্র: পূর্ণাঙ্গ কমিটি’র তালিকা সংযুক্ত করা হলো)
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পূর্ণাঙ্গ কমিটি: বিভিন্ন পদ ও দায়িত্ব:
*চেয়ারম্যান:
মজিবুর রহমান মঞ্জু:
(অর্থ কমিটি, জাতীয় নির্বাচন ও রাজনৈতিক কমিটি, ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি)
*সিনিয়র ভাইস চেয়ারম্যান :
১) প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটি, শৃঙ্খলা ও গ্রিভেন্স কমিটি, সাংস্কৃতিক কমিটি)
*ভাইস চেয়ারম্যান :
২) আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম (এনজিও কার্যক্রম বিষয়ক কমিটি)
৩) অ্যাডভোকেট গোলাম ফারুক (তথ্য ও গবেষণা সম্পর্কিত কমিটি)
৪) বিএম নাজমুল হক (স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক কমিটি)
৫) লে: কর্নেল মো: দিদারুল আলম (অব:) (পানি সম্পদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি)
৬) লে: কর্নেল হেলাল উদ্দিন আহাম্মদ (অব:) (প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি)
৭) ব্যারিস্টার খান আজম (বহি: বিশ্ব সংগঠন তদারক কমিটি)
*সাধারণ সম্পাদক :
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (ওয়েব সাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক কমিটি, কূটনৈতিক মিশন সম্পর্কিত কমিটি, সাংগঠনিক তদারক বিভাগ ও রাজনৈতিক আন্দোলন বিষয়ক কমিটি )
*কার্যনির্বাহী পরিষদে মনোনয়ন:
১) ব্যারিস্টার মু. নুরুল গাফ্ফার (ইউ.কে)
২) সিদ্দিকুর রহমান (চট্টগ্রাম)
৩) অ্যাডভোকেট সানোয়ার হোসেন (জামালপুর)
*যুগ্ম সাধারণ সম্পাদক:
১) ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া (আভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটি, ছাত্র বিষয়ক কমিটি)
২) আব্দুল্লাহ আল মামুন রানা (অফিস কার্যক্রম সংক্রান্ত কমিটি)
৩) আনোয়ার সাদাত টুটুল (প্রচার ও মিডিয়া সংক্রান্ত কমিটি)
৪) এবিএম খালিদ হাসান (রাজনৈতিক দল সমূহের আন্ত: সম্পর্ক ও যোগাযোগ সম্পর্কিত কমিটি)
৫ ) ব্যারিস্টার নুরুল গাফ্ফার (আন্তর্জাতিক বিষয়ক কমিটি-এব্রড)
৬) আমিনুল ইসলাম এফসিএ (অর্থ কমিটি)
৭) আলতাফ হোসেইন (প্রকাশনা ও প্রচারাভিযান কমিটি)
৮) শাহাদাত উল্লাহ টুটুল (যুব আন্দোলন বিষয়ক কমিটি)
৯) ব্যারিস্টার আব্দুল হক সানী (আইন ও সংসদ বিষয়ক কমিটি)
১০) ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি (আন্তর্জাতিক বিষয়ক কমিটি-হোম)
*শ্যাডো কার্যক্রম বিষয়ক সম্পাদক:
ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান
*শ্যাডো কার্যক্রম বিষয়ক সহ-সম্পাদক: জাভেদ ইকবাল।
* বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: প্রকৌশলী মো. লোকমান
*বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক: আর্কিটেক্ট তানভীর মাসুদ।
*সাংগঠনিক সম্পাদক:
১ ) সাঈদ নোমান (রাজশাহী)
২ ) এম আমজাদ খান (ঢাকা)
৩ ) আব্দুল বাসেত মারজান (রংপুর)
৪ ) অ্যাডভোকেট সানোয়ার হোসেন (ময়মনসিংহ)
৫ ) অ্যাডভোকেট এস এ কাশেম (চট্টগ্রাম)
৬ ) অধ্যক্ষ ইয়ামিনুর রহমান (খুলনা)
৭ ) গাজী নাসির (বরিশাল)
৮ ) ওমর ফারুক (সিলেট)
*সহ-সাংগঠনিক সম্পাদক:
সহ-সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট আতিকুর রহমান (রাজশাহী)
সহ-সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট নাজমুল ইসলাম (সিলেট)
সহ-সাংগঠনিক সম্পাদক: আবু বকর সিদ্দিক (রংপুর)
সহ-সাংগঠনিক সম্পাদক: শাহ আলম বাদল (চট্টগ্রাম)
সহ-সাংগঠনিক সম্পাদক: আব্দুল কাদের ভিপি (খুলনা)
সহ-সাংগঠনিক সম্পাদক: শাহজাহান বেপারী (ঢাকা)
সহ-সাংগঠনিক সম্পাদক: মাহবুব শামীম (আন্ত: পেশা সমন্বয়)
সহ-সাংগঠনিক সম্পাদক: বেবি পাঠান (শ্রমিক আন্দোলন সমন্বয়)
*শ্রম বিষয়ক সম্পাদক: শাহ আব্দুর রহমান
*শ্রম বিষয়ক সহ-সম্পাদক: আজিজা সুলতানা
*ধর্ম বিষয়ক সম্পাদক: অধ্যক্ষ শহিদুল ইসলাম (দিনাজপুর)
*ধর্ম বিষয়ক সহ-সম্পাদক: আহমাদ বারকাজ নাসির।
*সমাজকল্যাণ সম্পাদক: অধ্যাপক আবু হেলাল (নীলফামারী)
*কৃষি বিষয়ক সম্পাদক: এস এম আক্তারুজ্জামান
*কৃষি বিষয়ক সহ-সম্পাদক:
মুস্তাফিজুর রহমান রঞ্জু
*জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক: সারোয়ার আলম (সরওয়ার সাঈদ)
*জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সহ-সম্পাদক: প্রিন্সিপ্যাল হুমায়ুন কবীর।
*ত্রাণ ও পুণর্বাসন সম্পাদক: সুলতানা রাজিয়া
*মানবাধিকার বিষয়ক সম্পাদক: এডভোকেট এনামুল হক শিকদার
*সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক:
১ ) অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম (ইউকে)
২ ) অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন রবিন (হবিগঞ্জ)
*শিল্প ও বাণিজ্য সম্পাদক: আশরাফ মাহমুদ রুমেল
*শরনার্থী বিষয়ক সম্পাদক: শামসুল হক শারেক
*পাঠাগার ও গণশিক্ষা সম্পাদক: আনোয়ার ফারুক।
*সমবায় ও পল্লী উন্নয়ণ সম্পাদক: অ্যাডভোকেট আব্দুর রউফ (রংপুর)
*পর্যটন শিল্প বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার।
*পর্যটন শিল্প বিষয়ক সহ-সম্পাদক:
১ ) অধ্যাপক এবি ওয়াহেদ।
২ ) আব্দুর রহমান।
*ক্রীড়া সম্পাদক: মিয়া মো. তৌফিক
*সহ-ক্রীড়া সম্পাদক: আফ্রিদ হাসান তমাল।
*প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক: গোলাম রাব্বানী রাজা।
*প্রবাসী কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক:
চৌধুরী মশিউল আজম সাকিব।
*সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: প্রকৌশলী এম শাহেদুল ইসলাম।
* সড়ক ও যোগাযোগ বিষয়ক সহ-সম্পাদক: প্রকৌশলী নুর মোহাম্মদ।
*নারী উন্নয়ণ বিষয়ক সম্পাদক: ফারাহ নাজ সাত্তার।
*নারী উন্নয়ণ বিষয়ক সহ-সম্পাদক:
১ ) শাহিনুর আক্তার শিলা
২ ) আমেনা বেগম
*শিক্ষা বিষয়ক সম্পাদক: ওমর ফারুক।
*শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক:
অধ্যাপক ফয়সল মুনীর
*ব্যাংকিং ও বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক সম্পাদক: হাবিবুর রহমান।
*ব্যাংকিং ও বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক: এএসএম মোকাররেবুর রহমান নাসিম।
*মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।
*মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক: বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী
*জুলাই গণঅভ্যুত্থান অঙ্গীকার বাস্তবায়ন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট উদয় তাসমীর।
*গণঅভ্যুত্থান অঙ্গীকার বাস্তবায়ন বিষয়ক সহ-সম্পাদক: রাশেদুল ইসলাম।
*উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: এসএ জাহিদ সরকার
*উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক: সুমাইয়া শারমিন ফারহানা।
*গণপরিবহণ ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট মতিয়ার রহমান।
*গণপরিবহণ ব্যবস্থাপনা সহ-সম্পাদক: আমানউল্লাহ সরকার রাসেল।
*সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
১ ) সাঈদ বাকী (ইউকে)
২ ) বেলাল হোসেইন (যুক্তরাষ্ট্র)
*সহ-প্রকাশনা সম্পাদক: ফিরোজ কবীর।
*কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক:
সফিউল বাসার
*বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক: সেলিম খাঁন।
*কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সহ-সম্পাদক:
আব্দুল হালিম খোকন
*দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সহ-সম্পাদক: মাসুদ জমাদ্দার রানা।
*ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সহ-সম্পাদক: অ্যাডভোকেট জাহিদুল ইসলাম।
*সহ-অর্থ সম্পাদক: আবু বকর সিদ্দিক
*স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক:
১ ) কেফায়েত হোসেন তানভীর
২ ) তোফাজ্জল হোসেন রমিজ
*সহ-সাংস্কৃতিক সম্পাদক:
১ ) এনামুল হক
২ ) আব্দুর রব জামিল
৩ ) মুজাহিদুল ইসলাম
*সহ-প্রচার সম্পাদক:
১ ) রিপন মাহমুদ
২ ) এস এম ইকবাল হোসেন
৩) আজাদুল ইসলাম আজাদ
*সহ-দপ্তর সম্পাদক:
১ ) আব্দুল হালিম নান্নু
২ ) মশিউর রহমান মিলু
৩ ) অ্যাডভোকেট শরণ চৌধুরী
*আইন ও সংসদ বিষয়ক সহ-সম্পাদক:
অ্যাডভোকেট ড. এমদাদুল হক
প্রেস বিজ্ঞপ্তি