বিশ্ব কুষ্ঠদিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

- আপডেট সময় : ১২:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
“ঐক্যবদ্ধ কাজ করি,কুষ্ঠমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব কুষ্ঠদিবস ২০২৫ উদযাপন হয়।
রোববার ২৬ (জানুয়ারি) সকাল ১১ টায় ইপিআই ভবনে সিভিল সার্জন অফিসের আয়োজনে ও লেপ্রা বাংলাদেশ এর অর্থায়নে বিশ্ব কুষ্ঠদিবস পালিত হয়েছে।
বিশ্ব কুষ্ঠদিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইপিআই ভবনে আলোচনা সভায় মিলিত হয়।
সিভিল সার্জন অফিসের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো জসিম উদ্দীন।
এ সময় স্বাগত বক্তব্যে সিভিল সার্জন অফিসের স্যানিটারী ইন্সপেক্টর ও ডেজিগনেটেড প্রোগ্রাম অর্গানাইজার শেখর কান্তি পাল বলেন, ২০২৪ সালে সুনামগঞ্জে একজন নতুন কুষ্ঠ রোগীর সন্ধান পাওয়া গেছে, তিনি চিকিৎসাধীন।
সুনামগঞ্জে মোট পাঁচ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন আছেন। কুষ্ঠ একান্ত জিবাণু ব্যাধিত রোগ। চিকিৎসায় এই রোগ সম্পূর্ণ ভালো হয়। এ তথ্য সুনামগঞ্জের গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান।
সিভিল সার্জন ডাঃ মো জসিম উদ্দিন বলেন,সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে সুনামগঞ্জ জেলাকে কুষ্ঠমুক্ত করা সম্ভব হবে। সম্পূর্ণ বিনামূল্যে সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ রোগের চিকিৎসা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত মেডিকেল অফিসার ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং কুষ্ঠ রোগে আক্রান্ত চিকিৎসাধীন ও সুস্থ রোগীবৃন্দ।