সংবাদ শিরোনাম ::
আপডেট নিউজ
শান্তিগঞ্জে গৃহবধূর মৃত্যুতে স্বামী ও শশুর আটক

মান্নার মিয়া, শান্তিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির লোকজন বলছেন পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনা নিহত গৃহবধূর মা ও ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে জিজ্ঞাবাদের জন্য তার স্বামী আজিজুল মিয়া ও শশুর আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও শশুরকে আটক করা হয়েছে।