সুনামগঞ্জে বাণিজ্য মেলার উদ্ভোদন

- আপডেট সময় : ০৩:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ” সুনামগঞ্জ শিল্প-পণ্য বাণিজ্য মেলা” উদ্বোধন হয়েছে।
রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানী সোসাইটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম,
অন্যান্যের মধ্যে বক্তব্যরাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অ্যাড. শেরেনুর আলী, জেলা বিএনপির সদস্য মুনাজ্জির হোসেন সুজন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানী সোসাইটির সভাপতি মঈন খান বাবলু।