শান্তিগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৫:২১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
শাঞ্জিগঞ্জ উপজেলার গাজিনগরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার মধ্যরাতে উপজেলার গাজিনগর গ্রামের নিজ বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর নাম রাজিয়া বেগম ( ২২), সে আজিজু রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনমালিন্য চলছিল গৃহবধূ রাজিয়া বেগম ও স্বামী আজিজুর রহমানের মধ্যে।
রবিবার মধ্যরাতে শয়নকক্ষের সিলিংয়ে গৃহবধূ রাজিয়ার মরদেহ ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
গৃহবধূর স্বামীর পরিবারের পক্ষ থেকে ঘটনাটি আত্মহত্যা বলে দাবি করলেও এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেছে বাবার পরিবার।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী জানান, নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটন করে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।