মধ্যনগরে ৪০টি ভারতীয় গরুসহ ৪ চোরাকারবারি আটক

- আপডেট সময় : ০৬:৩২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের মধ্যনগরে ৪০টি ভারতীয় গরুসহ
৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারী) রাত ১১টায় বিশেষ অভিযান চালিয়ে মধ্যনগর উপজেলার কাইতকান্দা গ্রামের মেশিনবাড়ী সংলগ্ন সুমেশ্বরী নদী হইতে চোরাকারবারিসহ এই চোরাচালান আটক করা হয়।
আটককৃত চোরাকারবীরা হলেন উপজেলার আমানীপুর গ্রামের আব্দুল হাসেমের পুত্র মহর আলী(৪৮), তেলীগাও গ্রামের আসকন্দর আলীর পুত্র আয়নাল হক (৪০), আব্দুল্লাহ মিয়ার পুত্র দুদ মিয়া (৩৪), জগ্ননাথপুর গ্রামের কামাল উদ্দিনের পুত্র আবুল কালাম (৫৮)।
সোমাবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা উজ্জ্বল রায় এর উপস্থিতিতে পুলিশের এক বিশেষ অভিযানে ৪০টি গরুসহ ৪ চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত গরুর মুল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এর নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান, এসআই (নিঃ) আলমগীর হোসেন, এএসআই (নিঃ) আবু হানিফ।
আটককৃত ৪ আসামীসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে মধ্যনগর থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি) ধারায় মামলা দায়ের করা হয় এবং আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।