জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নির্বাচিত হলেন অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল

- আপডেট সময় : ০২:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল)কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ও বিভিন্ন উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকাল ৫টায় শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই সময় নেতকর্মীদের উদ্দেশ্যে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নব নির্বাচিত সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল) বলেন, জাতীয় পার্টি দীর্ঘ ১০ বৎসর সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে পড়েছিল। দল বিপর্যয়ের মুখে ছিল। দ্রুত গতিতে দলের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে। এসময় তিনি দলীয় নেতাকর্মীদেরকে নিজ নিজ উপজেলায় সাংগঠনিক কার্য্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহবান জানান।
এই সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নব নির্বাচিত যুগ্ম আহব্বায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহবায়ক মো. হারুন মিয়া, জেলা জাতীয় পার্টির আহব্বায়ক কমিটির সদস্য সফিকুল আলম উজ্বল, এমদাদুল হক দিলরব, আব্দুল ছালিক মিলন তালুকদার, নুরুল ইসলাম, হুমায়ুন রশিদ, মনির হোসেন, মো. আজিজ মিয়া, ওমর ফারুক, মো. আব্দুল বারি রুহেল, আবুল কাশেম সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।