ডা. শফিকুর রহমানের আগমনে বিভিন্ন উপজেলায় প্রচার মিছিল

- আপডেট সময় : ০২:১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে ১লা ফেব্রুয়ারী সকাল দশটায় জামায়াতের কর্মী সম্মেলন। শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠের (বালুর মাঠ) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
জামায়াতের এই কর্মী সম্মেলন সফল করার জন্য বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে সুনামগঞ্জ শহরে স্বাগত মিছিল করেছে সুনামগঞ্জ পৌর জামায়াত।
সুনামগঞ্জ পৌর জামায়াতের উদ্দ্যোগে শহরের কাজির পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে। পরে পুরাতন বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এর সঞ্চালনায় ও পৌর আমীর আব্দুস সাত্তার মামুন এর সভাপতির এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামসউদদীন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোমতাজুল হাসান আবেদ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আলী, সেক্রেটারি সুলেমান চৌধুরী, পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী প্রমুখ।
সম্মেলন সফল করতে বিগত ১৫ দিন ধরে জেলার বিভিন্ন উপজেলাসহ হাট বাজারে কর্মী সমাবেশ মিছিল মিটিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এদিকে সম্মেলন সফল করতে একই সময়ে জেলার ছাতক, তাহিরপুর, জামালগঞ্জ, শান্তিগঞ্জ উপজেলাতেও প্রচার ও স্বাগত মিছিল সমাবেশ করেছে সংগঠনের নেতা কর্মীরা।