সুনামগঞ্জে আস্থা যুব উৎসব ২০২৫ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে গড়বো সম্প্রীতির বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে,রুপান্তর এর ব্যবস্হাপনায় এবং জেলা যুব ফোরাম ও জেলা নাগরিক প্লাটফর্ম সুনামগঞ্জ এর আয়োজনে আস্হা যুব উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ৩০) জানুয়ারী সকালে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে এই উৎসবে অনুষ্ঠিত হয়।
নাগরিক প্লাটফর্ম সুনামগঞ্জের সভাপতি সঞ্চিতা চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সমর কুমার পাল, রুপান্তর এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন।
অনুষ্ঠান শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে আস্হা যুব উৎসব -২০২৫ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এরপর বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে এসে অনুষ্ঠানে মিলিত হয়।
পরে আস্হা যুব ফোরাম এবং নাগরিক প্লাটফর্ম এর উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।