সংবাদ শিরোনাম ::
মাইজবাড়ি গ্রামে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ :
- আপডেট সময় : ০৩:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / 218
মাইজবাড়ি বদিপুরের বাশ্বইবাড়িতে আয়োজিত হয়েছে বাশ্বইবাড়ি নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন -৩।
১ জানুয়ারি রোজ ( শনিবার) সন্ধ্যা ৭ ঘটিকায় মোবারক আলীর বাড়ির সামনের মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
উদ্বোধন কালে এলাকার মুরুব্বিগণ উপস্থিত ছিলেনএবং নাইট ক্রিকেট টুর্নামেন্টের সকল খেলোয়াড়। খেলায় রেফারির সিদ্ধান্ত চুড়ান্ত এবং গ্রাউন্ড শর্ট পদ্ধতিতে খেলা হবে।
বাশ্বইবাড়ি থেকে বাছাই করে ২০ জন খেলোয়াড় কে ৪ টিমে ভাগ করা হয়।
টিম মালিকগণ হলেন রাসেল,রুমান,জুয়েল, নয়ন।
বাশ্বইবাড়ি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ১ম ও ২য় পুরস্কার আকর্ষণীয় হবে বলে জানান খেলা কমিটি।
খেলা কমিটি জানান বিগত বছরে তারা সুন্দর ভাবে খেলা সম্পন্ন করতে পেরেছেন।
এবছরে কোন বিশৃঙ্খলা হবে না তাদের বিশ্বাস।