সংবাদ শিরোনাম ::
অর্ধকোটি টাকার ভারতীয় ঔষধ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চিনাউড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, শুল্ক ফাঁকি দিয়ে চিনাউড়া এলাকা সীমান্তে ভারতীয় ওষুধ নিয়ে আসেন চোরাকারবারিরা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ হাজার ১৬০ পিস ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ওষুধ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
সুত্র : আমর দেশ