সংবাদ শিরোনাম ::
ছাত্রলীগের বিচারের দাবিতে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের স্মারকলিপি

নাঈম আহমদ
- আপডেট সময় : ০৪:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষের হাতে স্মারকলিপি প্রদান করেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিচার করে সন্ত্রাসীদের সাজা নিশ্চিত এবং ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম মিয়া, সদস্য সচিব ছাদিকুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, অনার্স শাখার সভাপতি মুহাম্মদ আলী, কলেজ ছাত্রদল নেতা নাঈম, মিজান, আল আমিন মিজান, রাহাত, রাসেল, দিগন্ত প্রমুখ