বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২

- আপডেট সময় : ১২:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১০৪৩ বার পড়া হয়েছে
বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে রাজনৈতিক ও জিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার হয়েছেন।
পুলিশসূত্রে জানা যায়, ০৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে এস আই মতিয়ার রহমান (নিরস্ত্র) এএসআই (নিরস্ত্র) মহিবুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলায় ১ ও জিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ ২ আসামীকে গ্রেফতার করেন।
আসামীরা হলেন বিশ্বম্ভরপুর থানার মামলা নং-০৯, তারিখ-২০/০৮/২০২৪খ্রিঃ ধারা-ধারা-3/4 The Explosive Substances Act, 1908; তৎসহ 143/147/148/323/ 324/325/326/307/114/34 পেনাল কোড এর সন্দিগ্ধ আসামি বাঘগাঁও গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ কামাল হোসেন (৩৪)।
এবং কাটাখালী (অনন্তপুর) গ্রামের আবিনূর মিয়ার ছেলে জিআর ৯১/২৩ (বিঃপুর) এর ওয়ারেন্টভুক্ত আসামী আক্তার হোসেন (২৫)।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।