মধ্যনগর লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে পশুর হাট পুর্নঃ স্থাপনের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০২:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডার লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় উদ্যোগে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০/০২/২০২৫ ইং সোমবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিভাবকরা মানববন্ধনে অংশ গ্রহন করেন এবং বন্ধ পশুর হাট দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধনে দাবি করেছেন ভুক্তভোগী অভিভাবকরা।
এসময় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ শাহিন উদ্দিন, প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী হোসেন, প্রভাষক মোহাম্মদ রিপন মিয়া, প্রভাষক মোঃ মামুন মিয়া, ইউপি সদস্য শামসুন্নাহার বেগম, অভিভাবক ফজু মিয়া, রেশনা রানী, কবিতা বেগম, সাবেক শিক্ষার্থী শাহ আলম, বর্তমান শিক্ষার্থী সুমাইয়া, আকাশ, মরিয়ম, বিঞ্জান হাজং, সুষ্মিতা হাজং প্রমূখ।
এছাড়া অবহেলিত অনুন্নত যোগাযোগ বঞ্চিত হাওর অঞ্চলের বাতিঘর খ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বাঁচতে, সরকারের কতৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশ গ্রহনকারীরা দাবি করে আরও বলেন যে, লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এই পশুর হাটটির আয়ের উৎস দিয়ে, শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হয়। পশুর হাট বন্ধ থাকলে বিদ্যালয়টি পরিচালনায় চরম বাধাগ্রস্ত হবে। তাছাড়া এলাকায় এমন দাবি উঠেছে যে, বিদ্যালয়টি একাডেমিক সংকটে পতিত হলে, এলাকায় শিক্ষার অগ্রগতি অনেক পিছিয়ে যাবে। যোগাযোগ বঞ্চিত এলাকার গরীব দরিদ্র পরিবার থেকে ছেলে মেয়ে এই বিদ্যালয়ে লেখা পড়া করে উচ্চ শিক্ষা লাভ করতে দেখা গেছে।
বিদ্যালয় কতৃপক্ষ আরও বলেন যে, শিক্ষা প্রতিষ্ঠানটি লায়েছ ভূইয়া কল্যাণ টাস্ট দ্বারা পরিচালিত। এতে ২৭ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ১০ জন এমপিও ভুক্ত হয়েছে, বাকী ১৭ জন ননএমপিও থাকায় দাপ্তরিক কাজের জন্য সম্মানী ভাতা দেওয়া হয় এই পশুর হাটের আয়ের উৎস থেকে। তাই প্রশাসন বিদ্যালয়টি রক্ষা করতে পশুর হাট পূর্নঃ স্থাপন করতে এলাকাবাসী জোর দাবি জানান।