ন্যাথানায়েল চেয়ারম্যান হাবিব সম্পাদক
সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

- আপডেট সময় : ০২:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সুনামগঞ্জের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সমিতির উকিলপাড়াস্থ কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির ৪৬৪ জন ভোটারের মধ্যে ৩১৯ জন ভোটার উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
ভাইস চেয়ারম্যানে দুটি পদের বিপরীতে মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোঃ মুরশেদ আলম ১৫২ ভোট ও মোঃ শামসুর রহমান ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান চৌধুরী ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শওকত আলী পেয়েছেন ১০৩ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুল ইসলাম গাজী ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হোসেন আলী ৫৪ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মোঃ তাজউদ্দিন ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সেলিম হোসেন খাঁন পেয়েছেন ৬২ ভোট।
যুগ্ম কোষাধ্যক্ষ পদে সোহেল উদ্দীন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে অনুকূল চন্দ্র মৈত্র ১৫২ ভোট, মোঃ আফতাব উদ্দিন ১১৩ ভোট, মোঃ আব্দুল হেকিম ১৭১ ভোট, মোঃ আব্দুল মান্নান ২২০ ভোট, মোঃ মোজাম্মিল আলী ১৪১ ভোট, এ কে এম ওসমান গনি ১০৮ ভোট, মোঃ আব্দুল জব্বার ১১০ ভোট, মোঃ আইয়ুব আলী ১৭১ ভোট, সলিল কুমার রায় ১২৩ ভোট, মোঃ মমিনুল হক ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে সহকারি নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট সুনামগঞ্জের প্রাক্তন সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা, বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা মোঃ আলী নুর।