টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বনায়ন কার্যক্রমের উদ্বোধন

- আপডেট সময় : ১০:৫৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
“নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল”নামে খ্যাত দেশের বৃহত্তম রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের লক্ষে উপজেলা প্রশাসন তাহিরপুরের সহযোগিতায় এবং সিলেট বন বিভাগের বাস্তবায়নে বনায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার( ১২) ফেব্রুয়ারী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রৌয়াকান্দা ওয়াচ টাওয়ার সংলগ্ন স্থানে এই বনায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে বনায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক ড. মো ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো হুমায়ুন কবির,অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) সমর কুমার পাল।
উল্লেখ্য যে, তাহিরপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় সিলেট বন বিভাগের বাস্তবায়নে হাওর পাড়ের জয়পুর, গোলাবাড়ি, সিলানী তাহিরপুর গ্রামের স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রায় ত্রিশ হাজার হিজল করচ প্রজিতির গাছ ২৫ হেক্টর জায়গায় এ চারা রোপণের উদ্বোধন করা হয়।