সুনামগঞ্জ মেলায় ২০ টাকার বক্সিং, ভাঙল জাকিরের আঙুল! খেলাটি বন্ধের দাবি

- আপডেট সময় : ০২:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ বাণিজ্য মেলায় মাত্র ২০ টাকার বিনিময়ে বক্সিং মেশিনে ঘুষি মারতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন এক তরুণ। ১২ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার রাতে জাকির নামের এক যুবকের হাতের আঙুল ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির খুব বেশি জোরে ঘুষি মারেননি, তবুও তার আঙুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন যে তার আঙুল ফ্র্যাকচার হয়েছে।
আহত জাকির বলেন, “আমি বেশি জোরে মারিনি, স্বাভাবিকভাবেই খেলতে চেয়েছিলাম। কিন্তু তারপরও এমন হলো! এখন প্রচণ্ড ব্যথা পাচ্ছি।”
এ ঘটনার পর মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, এই মেশিনের গুণগত মান খারাপ হওয়ার কারণেই খেলোয়াড়রা সহজেই চোট পাচ্ছেন। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এমন ঝুঁকিপূর্ণ খেলা চালানো উচিত নয় বলে দাবি তুলেছেন স্থানীয়রা।
এ নিয়ে এক দর্শনার্থী বলেন, “যদি কেউ এত জোরে না মেরেও আঘাতপ্রাপ্ত হয়, তাহলে বোঝা যায়, মেশিনটি মানসম্মত নয়। এই খেলা অবিলম্বে বন্ধ করা উচিত!”
এদিকে, মেলায় অনিরাপদ খেলাধুলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সাধারণ মানুষের দাবি, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং অনিরাপদ বক্সিং খেলা বন্ধ করে দেওয়া হোক।