সংবাদ শিরোনাম ::
দোয়ারাবাজারে অবৈধ বালুসহ ট্রলি জব্দ, মোবাইল কোর্টে দন্ড

দোয়ারাবাজার প্রতিনিধি :
- আপডেট সময় : ০২:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
দোয়ারাবাজারে অবৈধ বালুসহ ট্রলি জব্দ, মোবাইল কোর্টে দন্ড,
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)সংবাদদাতাঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধ বালু পাচারের দায়ে মুর্শেদ আলম (৩৬) নামে এক ব্যাক্তিকে সাত দিনের কারাদ- বালুভর্তি দু’টি ট্রাক্টর ট্রলি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার( ১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রিটিশ সড়ক থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদ- প্রদান করেন।
জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নে ইজারা বহির্ভূত চিলাই নদী থেকে অবৈধভাবে বালু পাচারকালে প্রায় ২৩০ ঘনফুট বালুসহ দুটি ট্রালি আটক করা হয়। এ সময় বালু পাচারের অভিযোগে মুর্শেদ আলমকে সাত দিনের কারাদ- দেয়া হয়।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।