শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাছাইকৃত দায়িত্বশীল কর্মশালা

- আপডেট সময় : ১০:২৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
“শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য ” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে বাছাইকৃত দায়িত্বশীলদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ১৩) ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় সংগঠনের জেলা কার্যালয়ে জেলার বাছাইকৃত দ্বায়িত্বশীলদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলালের সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা তোফায়েল আহমেদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার সিনিয়র উপদেষ্টা এড মুহাম্মদ শামস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের পরিচালক মাওলানা ফারুক আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি এড জামিল আহমদ রাজু সহ স্হানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের নায্য অধিকার আদায়ের একমাত্র সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন। আগামী দিনের শোষণ মুক্ত সমাজ গড়তে সবাইকে নিয়ে কাজ করতে হবে।