পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রত্যাহার

- আপডেট সময় : ০২:১৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএমকে (বিপি—৭০০৫১১৩৯৮৪) প্রত্যাহার করা হয়েছে।
সোমবার বিকালে রাজধানীর পুলিশ হেড কোয়ার্টার্স থেকে ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত পত্রে পুলিশ সুপারকে বিষয়টি জানিয়ে বলা হয়েছে, জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে) পুলিশ হেড কোয়ার্টার্সে তাকে রিপোর্ট করতে হবে।
পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান গেল আট সেপ্টেম্বর সুনামগঞ্জের এসপি হিসাবে যোগদান করেন। এরপর থেকেই বিভিন্ন অনিয়ম—দুর্নীতির অভিযাগ ওঠে তার বিরুদ্ধে।
তার বিরুদ্ধে প্রথম প্রকাশ্যে অভিযোগ ওঠে গেল ২৮ অক্টোবর। শহরের জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সুনামগঞ্জে ‘বালু—পাথর মহাল নিয়ে জনতার ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে। ওখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এসপি’র সামনে তাঁর মদদে ধোপাজান বালু—পাথর মহাল লুট হবার অভিযোগ করেন। তার অপসারণও দাবি করেন।
পুলিশ সুপার ওই মহালের বালুখেকোদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করেন বলেও এই অনুষ্ঠানে অভিযোগ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ ও সিলেটের নেতারা।
এই অনুষ্ঠানে সাংবাদিক ও আইনজীবী নেতারা তাকে ইঙ্গিত করে বলেন, আইন—শৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতায় ধোপাজান বালু মহাল থেকে গেল পাঁচ আগস্টের পর অক্টোবরের ওই তারিখ পর্যন্ত কমপক্ষে দেড়শ’ কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ লুট হয়েছে। যেটি জেলা প্রশাসন রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেছে বলেও সাংবাদিক ও আইনজীবী নেতারা বক্তব্যে উল্লেখ করেন।
এছাড়া ক্ষমতার অপব্যবহার করে জেলার বিভিন্ন থানায় ওসি পদায়ন, থানা—ফাঁড়িতে এসআই, এএসআই বদলিতে বিশেষ ক্যাশিয়ার দিয়েছিলেন বলে এই সময়ে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরাই এসপির নামে অবৈধ টাকা তুলে আনতেন।
পাঁচ আগস্টের পর বিভিন্ন এলাকায় চাপে থাকা আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের হাসনগরের বাসভবনে ডেকে নিয়ে বড় অংকের টাকা নেবারও অভিযোগ আছে তার উপর।
চোরাচালান, অবৈধভাবে বালু মহাল, জলমহাল দখল, পাসপোর্ট ভেরিফিকেশন, পুলিশের বদলি ‘বাণিজ্য’সহ ঘুষের লেনদেন রয়েছে—এমন সব অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়েছেন এমন অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
সরকারের একটি বিশেষ সংস্থার গোপন প্রতিবেদনেও তার বিরুদ্ধে এসব অভিযোগ ওঠে এসছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।