যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

- আপডেট সময় : ০৩:২৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এর পরপরই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর সমূহ।
পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে।