ধর্মপাশায় সুনামগঞ্জ হেল্পলাইন এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা

- আপডেট সময় : ০৪:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ হেল্পলাইন এর উদ্যোগে শনিবার সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিক পর্যন্ত উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০১৭ সালে মুহাম্মদ নাঈম, সাব্বির আহমেদ এবং আফজাল হোসেনসহ আরো কয়েকজন মিলে ফেসবুক গ্রুপটি তৈরী করেন যা আজ লক্ষাধিক সদস্যের কোঠা পার করেছে।
সুনামগঞ্জ হেল্পলাইন গ্রুপটি সুনামগঞ্জ জেলার মানুষদের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে আসছে। উক্ত ফেসবুক গ্রুপটি থেকে ছাত্র, শিক্ষক, আইনজীবী ,ব্যবসায়ী,স্থায়ী অস্থায়ী বসবাসরত জেলার সর্বস্তরের মানুষজনকে নানারকম তথ্য দিয়ে সুনাম কুড়িয়েছে।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আফজাল হোসেন স্বপন চৌধুরী সিনিয়র শিক্ষক ,সহকারী অধ্যাপক হারুন রশীদ সরকার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ধর্মপাশা।
সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন আফজাল হোসেন(ফজল), মুহাম্মদ তরিকুল ইসলাম,হীরা মানিক ইন্টার্নার সুনামগঞ্জ সদর হাসপাতা, ডা.মেহেদী হাসান ডিএমএফ ঢাকা,মাও:মাহমুদুল হাসান (মওদুদ), আরিফুর রেজা আরিফ এবং সুমন তালুকদারসহ সুনামগঞ্জ হেল্পলাইন এডমিন প্যানেল।
সুনামগঞ্জ হেল্পলাইন এর উদ্যোগে রক্তের গ্রুপ ও প্রাথমিক চিকিৎসা পরিচালনা করা হয়েছে, এতে বক্তারা বলেন, ❝একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন❞।’
রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন, আর এজন্য প্রয়োজন সঠিক রক্তের গ্রুপ নির্ণয়।