সংবাদ শিরোনাম ::
ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ জসিম উদ্দিন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি শান্তিগঞ্জ থানার পাথারিয়া মড়লবাড়ি এলাকার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে (২৩ ফেব্রুয়ারি) রবিবার রাত সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ থানাধীন পাথারিয়া বাজার সংলগ্ন ভাটিপাড়া পয়েন্টে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে এসআই তানজির আহমেদ সঙ্গীয় এএসআই দিবাস চন্দ্র দাস ও ফোর্সের সহায়তায় জসিম উদ্দিনের কাছ থেকে ২৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।