সন্ত্রাস -নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

- আপডেট সময় : ০৫:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
দেশব্যাপী আইনশৃঙ্খলা অবনতি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস – নৈরাজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে শহরের হোসেন বখত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা আহমেদ, সদস্য সচিব নাজমুস সাকিব, যুগ্ম আহ্বায়ক জিহান জোবায়ের ও শবনম দোজা জ্যোতি প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে ছিনতাই, ধর্ষণ, হত্যা বেড়েছে। আমাদের মা ও বোনেরা রাস্তায় দিনে দুপুরেও নিরাপদ নয়। এমন অবস্থা চলতে থাকলে আবারও আমরা আরেকটা ৫ আগস্ট নিয়ে আসবো। আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমরাই করবো, ছাত্র জনতাই সবকিছু করে দেখাতে পারে।
শিক্ষার্থীরা আরও বলেন, প্রশাসন যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হব।