সুনামগঞ্জে ১৬ ইউনিটে বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা

- আপডেট সময় : ০২:২০:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে ১৬ ইউনিটে বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় পুরান বাস-স্টেশনের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন ও সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মো. আব্দুল হক।
দলীয় সূত্র জানায়, জেলার ১২ টি উপজেলা ও ৪টি পৌরসভায় স্বাক্ষরক্ষমতা সম্পন্ন আহবায়ক, প্রথম যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়কের তালিকা প্রকাশ করে জেলা বিএনপি। এর আগে ওইসব পদের জন্য জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়।
পরে কেবল আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
ঘোষিত ইউনিট কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলায় আহ্বায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ও তৌহিদুল আলম কায়েছ।
সুনামগঞ্জ পৌরসভায় আহ্বায়ক সাইফুল হাসান জুনেদ ও যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম।
বিশ্বম্ভরপুর উপজেলায় আহ্বায়ক রাজু আহমদ ও যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক।
জামালগঞ্জ উপজেলায় আহ্বায়ক শফিকুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক।
তাহিরপুর উপজেলায় আহ্বায়ক বাদল মিয়া ও যুগ্ম আহ্বায়ক জুনাব আলী।
মধ্যনগর উপজেলায় আহ্বায়ক আবে হায়াৎ ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
ধর্মপাশা উপজেলায় আহ্বায়ক লিয়াকত আলী ও যুগ্ম আহ্বায়ক আব্দুল হক।
শান্তিগঞ্জ উপজেলায় আহ্বায়ক জালাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর।
জগন্নাথপুর উপজেলায় আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার ও যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন।
জগন্নাথপুর পৌরসভায় আহ্বায়ক সালাউদ্দিন মিঠু ও যুগ্ম আহ্বায়ক এমএ মতিন।
ছাতক উপজেলায় আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমদ ও যুগ্ম আহ্বায়ক ফয়জুল করিম বকুল।
ছাতক পৌরসভায় আহ্বায়ক শামছুল ইসলাম শমছু ও যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন।
দোয়ারাবাজার উপজেলায় আহ্বায়ক আলতাফুর রহমান খসরু ও যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া (মানিক মাস্টার)।
দিরাই উপজেলায় আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন আহমেদ মাসুক।
দিরাই পৌরসভায় আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক অ্যাড. ইকবাল হোসেন।
শাল্লা উপজেলায় আহ্বায়ক সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল।
সোমবার দিনভর শহরের পুরাতন বাসস্টেশনের একটি রেস্তোরায় জেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনসহ জেলা আহ্বায়ক কমিটির কার্যকরি কমিটির ৩৮ সদস্যের ৩৬ জন উপস্থিত ছিলেন।