টাঙ্গুয়ায় অভিযান, ১০ লক্ষ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

- আপডেট সময় : ০৭:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
টাঙ্গুয়ার হাওরে রাতভর অভিযান পরিচালনা করে প্রায় ১০ লক্ষ টাকার জাল জব্দ করে আগুনে পুড়ানো হয়েছে।
জব্দকৃত জালের মধ্যে রয়েছে ৫ হাজার মিটার রিং চাই, ১ হাজার মিটার কোনা জাল, ১৫শ মিটার কারেন্ট জাল, ৩শ পিস চায়না দুয়ারী। জব্দকৃত এ সকল জাল মঙ্গলবার ভোর ৫টায় টাঙ্গুয়ার হাওরপাড় গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে পুড়ানো হয়েছে।
টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমিতির কোষাধক্ষ আবুল কালাম আজাদ জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের লেচুয়ামারা, বালুরডোবা, রুপাভূই, তেকুনিয়া ও রউয়্যা বিলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় উপজেলা আনসার প্রশিক্ষক ও টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমিতির সদস্যগণ সাথে ছিলেন।
তিনি আরো জানান, টাঙ্গুয়ার হাওরে বিগত সময়ের ন্যায় স্থায়ীভাবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকা দরকার, তাহলেই টাঙ্গুয়ার হাওরটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, টাঙ্গুয়ার হাওরে রাতভর অভিযান পরিচালনা করে জব্দ করা ১০ লক্ষ টাকার জাল মঙ্গলবার ভোর ৫টায় আগুনে পুড়ানো হয়েছে।