মধ্যনগর উপজেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন

- আপডেট সময় : ০৪:২৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
মধ্যনগর উপজেলা বি এন পির ৫(সদস্য) বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দিনভর সভা শেষে সন্ধ্যায় ঘোষণা হলো ১৬ ইউনিট কমিটি। কেবল আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
মধ্যনগর উপজেলায় আহ্বায়ক আবে হায়াৎ ও ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, ২নং যুগ্ম আহবায়ক আবুল বাশার, ৩নং যুগ্ম আহবায়ক মোসাহিদ তালুকদার, ৪নং যুগ্ম আহবায়ক মমিনুল হক বেনু। সুনামগঞ্জ জেলা বি এন পির আহবায়ক কলিমউদ্দিন মিলন ও সদস্য (সাক্ষর ক্ষমতা প্রাপ্ত) এডভোকেট আব্দুল হক অনুমোদন করেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার দিনভর শহরের পুরাতন বাসস্টেশনের পানসি রেস্তোরায় জেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনসহ জেলা আহ্বায়ক কমিটির কার্যকরি কমিটির ৩৮ সদস্যের ৩৬ জন উপস্থিত ছিলেন।