শাল্লায় স্থানীয় সরকার দিবস পালিত

- আপডেট সময় : ০৬:৫৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
“তরুণদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবায় স্থানীয় সরকা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শাল্লা উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
২৫ফেব্রুয়ারী (মঙ্গলবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র্যালি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদ গণ মিলনায়তনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য,সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তাগণ স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এছাড়াও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ সচিব, গ্রামপুলিশ, উপজেলা স্কাউট দল ও শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।