সংবাদ শিরোনাম ::
তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

অনলাইন ডেস্ক :
- আপডেট সময় : ০১:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 115
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
গতকাল মো. নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হচ্ছেন বলে আলোচনা শুরু হয়।
মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন।
তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন মাহফুজ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।