বিশ্বম্ভরপুরে নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশে বক্তারা
বন-জঙ্গল থেকে একটা হনুমান এনে আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে

- আপডেট সময় : ০৫:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অবৈধ ও প্রহসনমূল উল্লেখ করে করে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় আহবায়ক কমিটি বাতিল করে নতুন করে কমিটি দেয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
বুধবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি থানা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া।
ড্যাব’এর কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শামসুল কবিরের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই, জুনাব আলী, মাও: আমিন উদ্দিন, নূর জাহাঙ্গীর পাঠান, নুরুল আলম, আলমগীর হোসেন, জহুর আলম, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক ও বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ রাব্বানী হিমেল, বিএনপি নেতা শাহ জামাল প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, বিগত ১৬ বছর আমরা জেল খেটেছি, আওয়ামী লীগের জুলুম সহ্য করেছি।
কিন্ত বিগত সময়ের নির্যাতিত-ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে না রেখে বন-জঙ্গল থেকে একটা হনুমান এনে আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে।
রাজুকে (রাজু আহমদ) আহবায়ক করায় বিশ্বম্ভরপুরের দলীয় নেতা কর্মীদের মন ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। যাকে আহবায়ক করা হয়েছে তাকে উপজেলার মানুষ চিনে না।
তিনি সিলেটে থেকে আদম ব্যবসা করেন। যুগ্ম আহ্বায়কের সমালোচনা করে বক্তারা বলেন, তার বড় ভাই জাতীয় পার্টির নেতা। বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়েছে এই পরিবার। এই কমিটি দিয়ে বিশ্বম্ভরপুরে বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। এই কমিটি থাকলে কখনোই ঐক্য হবে না।
ভুল হতেই পারে, হয়তো আপনাদেরকে হয়তো কেউ ভুল বুঝিয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, দলের স্বার্থে, আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে এবং বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপিকে সুশৃঙ্খল রাখতে বিশ্বম্ভরপুরের আপামর নেতাকর্মীদের দাবি মেনে নিন।
এই কমিটি অনতিবিলম্বে বাতিল না হলে আমরা রাজপথ ছাড়বো না। এসময় বক্তারা অবিলম্বে রাজু আহমদ কে সরিয়ে পরিক্ষিতি কর্মীদের দিয়ে কমিটি ঘোষণা করার আহবান জানান।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর প্রদানকারী সদস্য(সদস্য সচিব) বিশ্বম্ভরপুরের বাসিন্দা অ্যাড, আব্দুল হক কমিটি ঘোষণার পর এই প্রতিবেদককে বলেছেন, জেলা আহ্বায়ক কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে জেলার ১৬ ইউনিটের প্রত্যেকটিতে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
বিশ্বম্ভরপুরে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বিগত সময়ে স্থবির হওয়া দলকে শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারবে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজু আহমদ কে আহ্বায়ক করে বিশ্বম্ভরপুর উপজেলা ইউনিটসহ জেলার ১৬ ইউনিটে বিএনপির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে।