মাহে রমজানকে স্বাগত ও পবিত্রতা রক্ষায় খেলাফত মজলিসের মিছিল

- আপডেট সময় : ০৮:৪৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য কমানো, ছিনতাই-চাঁদাবাজি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধের দাবিতে সুনামগঞ্জে স্বাগত মিছিল করেছে খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে আয়োজিত এই মিছিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আলী খান, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আতাউল হক।
প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান বলেন, “রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও ন্যায়বিচারের শিক্ষা দেয়। তাই এ মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা আকিক হোসাইন।
মিছিল শেষে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।