সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৬:১৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে।
জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ১. ফখর উদ্দিন (৩০) – ছাতক থানাধীন সিংগেরকাছ গ্রামের বাসিন্দা, ছাতক উপজেলা যুবলীগের সদস্য। ২. সামসুল ইসলাম (৪৯) – জামালগঞ্জ থানাধীন দুর্লভপুর গ্রামের বাসিন্দা, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।