নরসিংপুর ইউনিয়নে জামায়াতের জনশক্তি ও সুধি সমাবেশে

- আপডেট সময় : ০৩:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে জনশক্তি ও সুধি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও বাজার ইউনিট জামায়াতের উদ্যোগে এ জনশক্তি ও সুধি সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন রশীদ।
চাইরগাঁও বাজার ইউনিট জামায়াতের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমান, নায়েবে আমীর ডাঃ আবুল কালাম আজাদ, সেক্রেটারি রফিকুর রহমান,জামায়াত নেতা আলিমুর রহমান,আব্দুল আউয়াল,
নরসিংপুর ইউনিয়ন যুব ফোরামের সভাপতি আবিদ রনি,সহ-সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মতিন, মাও সুলতান মাহমুদ, মাও হাফেজ নজরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা হোসাইন আহমদ,শফিকুল ইসলাম।
সাবেক ছাত্রনেতা আব্দুল আলিম ও উমর ফারুক’র পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মাও আশিকুর রহমান, ফরহাদ হোসেন, আলাউদ্দিন আলাই,আব্দুল আলিম,যুব ফোরাম নরসিংপুর ইউনিয়ন সেক্রেটারি আব্দুল মোতালিব ও বিভিন্ন এলাকা হতে আগত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পোগ্রামে রংধনু শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জের অন্যতম শিল্পী আব্দুল্লাহ আল মারুফ ও মাও উমর ফারুক’র ইসলামী সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলে।