সুনামগঞ্জে প্রথমবারের মতো HaorGo চালু করেছে অনলাইন রাইড বুকিং সেবা

- আপডেট সময় : ০৬:১৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে
সবার সুবিধা চিন্তা করে এবং আধুনিক প্রযুক্তির সুবিধা ব্যবহার করে HaorGo প্রথমবারের মতো সুনামগঞ্জে চালু করেছে অনলাইন রাইড বুকিং সেবা।
এখন সুনামগঞ্জবাসী বাসায় বসেই সহজে গাড়ি বুকিং করতে পারবেন, যা তাদের যাতায়াতের ক্ষেত্রে আরও সুবিধাজনক এবং সময় সাশ্রয়ী হবে।
HaorGo এর এই নতুন সেবা সুনামগঞ্জবাসীকে একটি নতুন অভিজ্ঞতা উপহার দেবে। অনলাইনে গাড়ি বুকিং করা খুবই সহজ এবং ব্যবহারকারী বান্ধব, যেখানে গ্রাহক তাদের নির্দিষ্ট গন্তব্য এবং সময় বাছাই করে গাড়ি বুক করতে পারবেন। এই সেবাটি সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে যাত্রীদের জন্য প্রযোজ্য এবং এতে বিশেষ করে শ্রমিক, শিক্ষার্থী এবং ব্যবসায়ীসহ সকল শ্রেণির মানুষের জন্য সুবিধা রয়েছে।
এ বিষয়ে HaorGo-এর প্রতিষ্ঠাতা বলেন, “আমরা সবসময় গ্রাহকদের সুবিধাকে প্রাধান্য দিয়ে কাজ করি। সুনামগঞ্জে আমাদের এই নতুন সেবা চালু করার মাধ্যমে গ্রাহকরা এখন ঘরে বসেই সহজে গাড়ি বুক করতে পারবেন, যা তাদের দৈনন্দিন যাতায়াতকে আরো সহজ ও দ্রুততর করবে।”
HaorGo এর অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য একটি নির্ভরযোগ্য এবং দ্রুত সেবা প্রদান করতে সক্ষম হবে। আগামী দিনে সুনামগঞ্জের অন্যান্য অঞ্চলেও এই সেবাটি সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
এখন, সুনামগঞ্জবাসী আর কোনো সময় নষ্ট না করে সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন HaorGo এর মাধ্যমে, যা তাদের যাতায়াত ব্যবস্থাকে আধুনিক এবং সহজতর করে তুলবে।
এই সফটওয়্যারের লিংক দিয়ে নিউজ করা উচিৎ।