সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে আল কুরআন রিচার্স ফাউন্ডেশনের মাসব্যাপী কুরআন শিক্ষা কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৫:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৩৮৯ বার পড়া হয়েছে
আল কুরআন রিচার্স ফাউন্ডেশন তাহিরপুরের উদ্যোগে সহীহ্ কুরআন কোর্সের উদ্ভোদন হয়েছে।
রবিবার (২ রা) মার্চ তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে দুপুর ২টায় এই সহীহ কুরআন কোর্সের উদ্ভোদন করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে, আল কুরআন রিচার্স ফাউন্ডেশনের পরিচালক সিকান্দার আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষিকা আমেনা খানম।
অতিথিরা বলেন, রমজান মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছে। সহীহ শুদ্ধভাব কুরআন তেলাওয়াত সবার জন্য জরুরি। আল কুরআন রিচার্স ফাউন্ডেশন তাহিরপুরে যে উদ্দ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবীদার।