সংবাদ শিরোনাম ::
আরপিন নগরে মহিলাদের তারাবি, কোরআনের সুরে মুখরিত হুসেনিয়া নূরজাহান বখ্ত মাদ্রাসা

আব্দুল্লাহ নাঈম
- আপডেট সময় : ০৮:৫০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসে হুসেনিয়া নূরজাহান বখ্ত মাদ্রাসা (আরপিন নগর) কোরআনের সুমধুর তেলাওয়াতে মুখরিত হয়ে উঠেছে। পর্দার আড়াল থেকে শত শত নারী গভীর মনোযোগে কোরআন তেলাওয়াত শুনছেন, দেখছেন এবং দেখে দেখে কোরআন তিলাওয়াত করছেন। মাদ্রাসায় তারাবির নামাজেও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যেখানে তারা সুশৃঙ্খলভাবে ইবাদত করছেন।
২০১৬ সালে প্রয়াত আলহাজ্ব আনোয়ার বখ্ত (সুভাষ) এর প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি বর্তমানে মাওলানা তোফাজ্জল ইসলাম এর পরিচালনায় কোরআন শিক্ষার এক আলোকিত কেন্দ্রে পরিণত হয়েছে। আসন্ন রমজানে নারীদের জন্য বিশেষ কোরআন ও নামাজ শিক্ষার আয়োজন করা হয়েছে, যাতে তারা সঠিক পদ্ধতিতে ইবাদত করতে পারেন।
হুসেনিয়া নূরজাহান বখ্ত মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি কোরআন শিক্ষার আলো ছড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।