সাচনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৭৬ হাজার টাকা জরিমানা

- আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
জামালগঞ্জের সাচনা বাজারে অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি।
বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রবিউর রায়হান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে শ্রী রামকৃষ্ণ ভান্ডারের মালিক অর্জুন পালকে ৫ হাজার টাকা, পণ্যের দাম বেশি রাখার দায়ে শ্রী কৃষ্ণ ভান্ডারের মালিক প্রান্ত তালুকদারকে ৫ হাজার টাকা, পরিবেশক লাইসেন্স না থাকায় ঝুমা স্টোরকে ৩০ হাজার টাকা এবং বেশি দামে পণ্য বিক্রি করার দায়ে সরকার ব্রাদার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই সময়ে একই বাজারে ভোক্তা- অধিকারের সহকারী পরিচালক দেবানন্দন সিনহা অভিযান চালিয়ে পণ্যের বেশি দাম রাখার দায়ে ইকরা স্টোরকে ১৫ হাজার টাকা ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে ইস্টি কুটুম রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দন সিনহা, সেনাবাহিনীর সুনামগঞ্জ ক্যাম্পের লেফেটন্যান্ট ইমাম হাসান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফয়সল আহমদসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।