টাংগুয়ার হাওরে বিষ প্রয়োগে হাঁস ও মাছের মৃত্যু, কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

- আপডেট সময় : ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
আমার সুনামগঞ্জ ডেস্কঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের বিভিন্ন বিলে বিষ প্রয়োগের ঘটনায় প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে চটাইন্না, গইন্যাকুড়ি ও রৌয়া বিলে বিষ প্রয়োগের ফলে হাঁস ও মাছের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট সমিতির লাইসেন্স ও পারমিট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে এবং একাধিক মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO), তাহিরপুর জানিয়েছেন, দোষীদের গ্রেফতার করতে ওসি, তাহিরপুরকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিল শুকানো, কীটনাশক প্রয়োগ বা বিষ প্রয়োগের মতো কার্যক্রম দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করে সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের মেম্বার জনাব নাসরুম, দক্ষিণ শ্রীপুরের মেম্বার জাকেরিন শিমুল ও মিজবাহ পলাশ, আনসার প্রশিক্ষক তারেক, টাংগুয়া গ্রাম উন্নয়ন সমিতির সদস্যগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
(তথ্যসূত্র: UNO, তাহিরপুরের অফিসিয়াল ফেসবুক পেজ)