সংবাদ শিরোনাম ::
লুকিয়ে ছিলেন বাথরুমের স্টোররুমে, বায়ুত্যাগের শব্দে ধরা!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 176
আমার সুনামগঞ্জ ডেস্কঃ
চট্টগ্রামে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ বাড়ির বাথরুমের ওপরের স্টোররুমে লুকানোর চেষ্টা করেছিলেন এক আওয়ামী লীগ নেতা। তবে শেষরক্ষা হয়নি তার।
রবিবার (৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, ওই নেতা স্টোররুমের ভেতরে লুকিয়ে ছিলেন। কিন্তু তার বায়ুত্যাগের শব্দ শুনে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে।
পুলিশ সদস্যদের নির্দেশে তিনি স্টোররুমের ঢাকনা খুলে নিচে নামেন। এরপর পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি চট্টগ্রামের। তবে ওই নেতার পরিচয় এবং গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।