শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল’র হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগে ২য় মাহদী

- আপডেট সময় : ১০:০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল এর হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ মাদ্রাসা সিলেট’র ছাত্র মাহমুদুর রহমান মাহদী।
গত ২১ ফেব্রুয়ারি সিলেটে আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলার মাদ্রাসা হতে ৭৪০ জন শিক্ষার্থী ১০ পারা গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে ২য় স্থান অর্জন করে তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ মাদ্রাসা সিলেট’র শিক্ষার্থী মাহমুদুর রহমান মাহদী।
শনিবার (৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা পুরুষ্কার হিসেবে তার হাতে নগদ ২৩ হাজার টাকার চেক তুলেদেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটি।
এসময় তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ মাদ্রাসা সিলেট’র পরিচালক মাও অলিউর রহমান খাঁন,শিক্ষক মাও সোহেল আহমদ প্রমুখ।
এর আগে মাহমুদুর রহমান মাহদী ( হুফ’ফাজ) প্রতিযোগিতায় সিলেট জেলায় ১ ম স্থান অর্জন করে।
মাহমুদুর রহমান মাহদী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দোয়ারাগাঁও গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক ডাঃ সাইফুর রহমান’র পুত্র।